
৩১ ডিসেম্বর সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘রাত জাগা ফুল’
বছরের শেষদিন নগরীর সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে মীর সাব্বির পরিচালিত প্রথম ছবি ‘রাত জাগা ফুল’ ।
২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘রাত জাগা ফুল’। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য মীর সাব্বির নিজেই লিখেছেন। এতে অভিনয় করেছেন, ফজলুর রহমান বাবু, আবু হুরায়রা তানভীর ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। এর আগে অনেক নাটক নির্মাণ করলেও এবারই প্রথম সিনেমা পরিচালনা করলেন এ অভিনেতা-পরিচালক।
ছবিটি নিয়ে মীর সাব্বির বলেন, ‘এই ছবির গল্প মাথার উপর দিয়ে যাবে না। রোমান্টিক একটা গল্প। দেশের গল্প, প্রকৃতির গল্প। ছবিটা দেখার পর মনে হবে সুন্দর একটা গল্প দেখলাম। সিনেমাতে যা যা থাকার দরকার তার সবই এতে আছে। আমি দর্শকদের তৃপ্তি দিতেই রাত জাগা ফুল বানিয়েছি।’
প্রকাশের পর ইতোমধ্যে আলোচনায় এসেছে ছবিটির গান। যে গানগুলো করছেন মমতাজ, এস আই টুটুল, হৃদয় খান, রাহুল আনন্দ, অবন্তী সিঁথি, কলকাতার নচিকেতা। সিনেমাটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।
এছাড়া সিলভার স্ক্রিনে থাকছে বক্স অফিস মাতানো সুপার হিরো হলিউড মুভি ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’।
সিলভার স্ক্রিন সিনেপ্লেক্স নগরীর ষোলশহর এলাকা ফিনলে স্কয়ার শপিং মলের ৭ম তলায় অবস্থিত। টিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৭০১-৪৪৯৯৫৫ নম্বরে।