আজ ১৯ নভেম্বর, শুক্রবার সিলভার স্ক্রিনে আসছে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার টিম। টিমে আছেন বহুল আলোচিত বাধঁন।
‘রেহানা মরিয়ম নূর’ নির্মাণ করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে নির্বাচিত হয়ে ব্যাপক আলোচিত হয়েছিল। সেখানে প্রদর্শনীর পর পেয়েছিল স্ট্যান্ডিং ওভেশন। যা ছিল বাংলাদেশের সিনেমা ইতিহাসে প্রথম। এ সপ্তাহে সিলভার স্ক্রিনে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটির দুটি করে শো থাকছে।
এছাড়া সিলভার স্ক্রিনে আরো থাকছে হলিউডের সুপারহিরো থ্রিডি মুভি ‘ইটারনালস’ এবং নতুন মুক্তি পাওয়া দেব অভিনীত ইন্ডিয়ান বাংলা মুভি ‘গোলন্দাজ ও হলিউড মুভি ‘ঘোস্টবাস্টারস : আফটারলাইফ’।
সিলভার স্ক্রিন সিনেপ্লেক্স নগরীর ষোলশহর এলাকা ফিনলে স্কয়ার শপিং মলের ৭ম তলায় অবস্থিত। টিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৭০১-৪৪৯৯৫৫ নম্বরে।

Related Article

Write a comment

Your email address will not be published.