‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ সিনেমাটি মুক্তির আগেই সারা দুনিয়ায় হৈচৈ ফেলে দিয়েছে। বক্স অফিস মাতাতে ১৭ ডিসেম্বর সারা পৃথিবীর সাথে চট্টগ্রামেও মুক্তি পায় এই সুপার হিরো হলিউড মুভি। চট্টগ্রামে একমাত্র সিলভার স্ক্রিনেই  রিলিজের দিন থেকে মুভি প্রেমীরা দেখতে পাবেন ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’।

মার্ভেল কমিক্স চরিত্র স্পাইডার-ম্যানকে ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটি যৌথ-প্রযোজনা করেছে কলাম্বিয়া পিকচার্স এবং মার্ভেল স্টুডিওজ। আর এটি পরিবেশনা করেছে সনি পিকচার্স রিলিজিং। এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ২৭তম চলচ্চিত্র এবং স্পাইডার-ম্যান: হোমকামিং (২০১৭) ও স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম-এর সিক্যূয়াল (২০১৯)। এই ছবির মাধ্যমেই শেষ হচ্ছে সিরিজটির ‘হোমকামিং’ ট্রিলজি।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জন ওয়াটস এবং রচনা করেছেন ক্রিস ম্যাককেন্না ও এরিক সোমার্স। এতে পিটার পার্কার চরিত্রে টম হল্যান্ড অভিনয় করেছেন। তার পাশাপাশি এর শ্রেষ্ঠাংশে রয়েছেন যেনদায়া, জ্যাকব বাটালন, মারিসা টোমেই, জেমি ফক্স, বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং আলফ্রেড মোলিনা।

Related Article

Write a comment

Your email address will not be published.